জাতীয় পতাকা অনুচ্ছেদ রচনা (class 3, 4, 5, 6, 7, 8, 9, 10)

ইসুজন সাইটে আপনাকে স্বাগতম। আপনি যদি বিশেষ প্রয়োজনে ও অনুসন্ধান করে থাকেন জাতীয় পতাকা অনুচ্ছেদ রচনা class 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর জন্য অথবা অন্য যেকোনো প্রয়োজনে তবে জেনে নেন আপনি সঠিক জায়গায় এসেছেন।

জাতীয় পতাকা অনুচ্ছেদ রচনা

জাতীয় পতাকা যেকোনো দেশের স্বাধীনতা, আশা-আকাঙ্ক্ষা ও ঐতিহ্যের প্রতীক।  আমাদের জাতীয় পতাকাও অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত। এ পতাকা স্বাধীনতা ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জাতীয় পতাকাই প্রমাণ করে দেশটি স্বাধীন ও সার্বভৌম। আমাদের কাছে এ পতাকা অত্যন্ত প্রিয় ও পবিত্র।

বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ আয়তক্ষেত্র নির্দেশ করে বাংলাদেশের সবুজ প্রকৃতি আর লাল বৃত্ত নির্দেশ করে আমাদের বিপ্লবী চেতনা। ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় পতাকা বিধি প্রণীত হয়।

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫: ৩:১ । জাতীয় পতাকার বিভিন্ন মাপ রয়েছে। ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলাে ১০ ফুট x ৬ ফুট, ৫ ফুট X ৩ ফুট, ২.৫ ফুট x ১.৫ ফুট। আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হলাে ১০ ইঞ্চি x ৬ ইঞি।

বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি ১৯৭২ সালের ১৭ই জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসান। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পতাকার ওপর ভিত্তি করে এই পতাকা নির্ধারণ করা হয়; তখন মাঝের লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্র ছিল । মানচিত্রখচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাশ।

বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের ২রা মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলার এক জনসভায় প্রথমবারের মতাে জাতীয় পতাকা উত্তোলন করেন তঙ্কালীন ছাত্রনেতা, ডাকসু ভিপি আ স ম আবদুর রব। এ কারণেই স্বাধীনতার পর থেকে ২রা মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে পালন করা হয়।

বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কলকাতায়। কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে ১৯৭১ সালের ১৮ই এপ্রিল বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এম. হােসেন আলী। এটিই কোনাে বিদেশি মিশনে সর্বপ্রথম বাংলাদেশি পতাকা উত্তোলন। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে জাপান ও পালাউ এই দুটি দেশের পতাকার মিল আছে।

প্রত্যেক কর্মদিবসে সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ও এর মর্যাদা রক্ষা করা আমাদের সব নাগরিকের পবিত্র দায়িত্ব। এ পতাকার সম্মান ও গৌরব আমরা জীবন দিয়ে সমুন্নত রাখব।

এখানেই শেষ হলো আপনাদের জাতীয় পতাকা অনুচ্ছেদ রচনা for class 3, 4, 5, 6, 7, 8, 9, 10 । আশাকরি আপনার কাছে উপরোক্ত রচনাটি ভালে লেগেছে। কোনো মতামত থাকলে তবে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। Updated year 2022/ ২০২২ ।

জাতীয় পতাকা সম্পর্কে ১০টি বাক্য

১) আমাদের জাতীয় পতাকাও অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত যা আমাদের স্বাধীনতা, আশা-আকাঙ্ক্ষা ও ঐতিহ্যের প্রতীক।

২) বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত যেখানে সবুজ আয়তক্ষেত্র নির্দেশ করে বাংলাদেশের সবুজ প্রকৃতি আর লাল বৃত্ত নির্দেশ করে আমাদের বিপ্লবী চেতনা।

৩) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫: ৩:১ ।

৪) বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি ১৯৭২ সালের ১৭ই জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

৫) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসান।

৬) বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের ২রা মার্চ প্রথম উত্তোলিত হয়  বলে দিনটিকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে পালন করা হয়।

৭) কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে ১৯৭১ সালের ১৮ই এপ্রিল বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এম. হােসেন আলী।

৮) বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে জাপান ও পালাউ এই দুটি দেশের পতাকার মিল আছে।

৯) বাংলাদেশের বিভিন্ন সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে প্রতি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

১০) জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ও এর মর্যাদা রক্ষা করা আমাদের সব নাগরিকের পবিত্র দায়িত্ব।

জাতীয় পতাকা সম্পর্কে ৫টি বাক্য

১) আমাদের জাতীয় পতাকাও অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত যা আমাদের স্বাধীনতা, আশা-আকাঙ্ক্ষা ও ঐতিহ্যের প্রতীক।

২) বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত যেখানে সবুজ আয়তক্ষেত্র নির্দেশ করে বাংলাদেশের সবুজ প্রকৃতি আর লাল বৃত্ত নির্দেশ করে আমাদের বিপ্লবী চেতনা।

৩) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫: ৩:১ ।

৪) বাংলাদেশের বিভিন্ন সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে প্রতি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

৫) জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ও এর মর্যাদা রক্ষা করা আমাদের সব নাগরিকের পবিত্র দায়িত্ব।

জাতীয় পতাকা অনুচ্ছেদ class 3

শুরুতে লিখা অংশটি আপনি নির্ধিধায় জাতীয় পতাকা অনুচ্ছেদ class 3 এর জন্য ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মাঝে নতুন কিছু লাইন আপনার আইডিয়া থেকে যুক্ত করে কিংবা কেটে অনুচ্ছেদটি বড় ছোট করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন।

জাতীয় পতাকা অনুচ্ছেদ class 4

শুরুতে লিখা অংশটি আপনি নির্ধিধায় জাতীয় পতাকা অনুচ্ছেদ class 4 এর জন্য ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মাঝে নতুন কিছু লাইন আপনার আইডিয়া থেকে যুক্ত করে কিংবা কেটে অনুচ্ছেদটি বড় ছোট করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন।

জাতীয় পতাকা অনুচ্ছেদ class 5

শুরুতে লিখা অংশটি আপনি নির্ধিধায় জাতীয় পতাকা অনুচ্ছেদ class 4 এর জন্য ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মাঝে নতুন কিছু লাইন আপনার আইডিয়া থেকে যুক্ত করে কিংবা কেটে অনুচ্ছেদটি বড় ছোট করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন।

জাতীয় পতাকা অনুচ্ছেদ class 6

শুরুতে লিখা অংশটি আপনি নির্ধিধায় জাতীয় পতাকা অনুচ্ছেদ class 4 এর জন্য ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মাঝে নতুন কিছু লাইন আপনার আইডিয়া থেকে যুক্ত করে কিংবা কেটে অনুচ্ছেদটি বড় ছোট করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন।

জাতীয় পতাকা অনুচ্ছেদ class 7

শুরুতে লিখা অংশটি আপনি নির্ধিধায় জাতীয় পতাকা অনুচ্ছেদ class 7 এর জন্য ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মাঝে নতুন কিছু লাইন আপনার আইডিয়া থেকে যুক্ত করে কিংবা কেটে অনুচ্ছেদটি বড় ছোট করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন।

জাতীয় পতাকা অনুচ্ছেদ class 8

শুরুতে লিখা অংশটি আপনি নির্ধিধায় জাতীয় পতাকা অনুচ্ছেদ class 8 এর জন্য ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মাঝে নতুন কিছু লাইন আপনার আইডিয়া থেকে যুক্ত করে কিংবা কেটে অনুচ্ছেদটি বড় ছোট করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন।

জাতীয় পতাকা অনুচ্ছেদ class 9

শুরুতে লিখা অংশটি আপনি নির্ধিধায় জাতীয় পতাকা অনুচ্ছেদ class 9 এর জন্য ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মাঝে নতুন কিছু লাইন আপনার আইডিয়া থেকে যুক্ত করে কিংবা কেটে অনুচ্ছেদটি বড় ছোট করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন।

জাতীয় পতাকা অনুচ্ছেদ class 10

শুরুতে লিখা অংশটি আপনি নির্ধিধায় জাতীয় পতাকা অনুচ্ছেদ class 10 এর জন্য ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মাঝে নতুন কিছু লাইন আপনার আইডিয়া থেকে যুক্ত করে কিংবা কেটে অনুচ্ছেদটি বড় ছোট করে নিজের মতো সাজিয়ে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *