আপনি যদি অনুসন্ধান করে থাকেন থমসন পরমাণু মডেল বা কিশমিশ পুডিং মডেল তবে এ সম্পর্কে জানার জন্য আপনি সঠিক জায়গায় এসেছেন।
থমসন পরমাণু মডেল
বিজ্ঞানী থমসন 1898 “কিসমিস পুডিং মডেল” (Plum pudding model)” নামে পরমাণুর গঠন সম্পর্কে একটি মতবাদ প্রবর্তন করেন। এ মতবাদ অনুসারে-
- পরমাণু ধনাত্নক তড়িৎ যুক্ত একটি গোলক। এত ঋণাত্নক চার্জিত সমানসংখ্যক ইলেকট্রন নির্দিষ্ট দূরত্বে সজ্জিত থাকে।
- বিভিন্ন মৌলের ধনাত্মক তড়িৎ ও ইলেকট্রনিক বিভিন্ন হয়।
- একই মৌলের বেলায় ধনাত্মক তড়িৎ ও ইলেকট্রনিক সংখ্যার সমান হয়।
থমসন এর এ মতবাদই পরমাণুর গঠন সম্পর্কিত প্রথম মতবাদ। আশাকরি আপনার অনুসন্ধান অনুযায়ী থমসন পরমাণু মডেল এখানে পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাইটে ভিজিট করার জন্য।