রোবটিক্স এর ব্যবহার গুলো কি কি জানুন বিস্তারিত

আপনি যদি অনুসন্ধান করেন রোবটিক্স এর ব্যবহার গুলো কি কি তবে জেনে রাখুন এ সম্পর্কে জানার জন্য আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমরা জানি টেকনোলজির যে শাখায় রোবটসমূহের ডিজাইন, নকশা, নির্মান, গঠন, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকেই রোবটিক্স বলা হয়। রোবোটিকস বা রোবটবিজ্ঞান মূলত রোবট নিয়ন্ত্রণে কম্পিউটার সিস্টেম এবং কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান।

এবার আমরা জানবো রোবটিক্স এর মাধ্যমে কি কি কাজ করা সম্ভব হয় এখান থেকেই।

রোবটিক্স এর ব্যবহার গুলো কি কি

  • ঘরোয়া কাজে মানুষের ভার্চুয়াল বন্ধু হিসেবে,
  • শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে,
  • সামরিকক্ষেত্রে বিপদ জনক কাজে,
  • অতি ক্ষুদ্র মাইক্রো সার্কিট উপাদান পুঙ্খানুপুঙ্খে পরীক্ষারক্ষেত্রে,
  • চিকিৎসাক্ষেত্রে বিভিন্ন জটিল বা অপারেশন বা সার্জারিক্ষেত্রে,
  • মহাকাশে পরমাণুগবেষণা ক্ষেত্রে,
  • নিরাপত্তা পর্যবেক্ষন কার্যক্রমে।

এছাড়াও আরও কিছু ব্যক্তিগত ও কাষ্টম কাজে রোবটকে ব্যবহার করানো যেতে পারে।

See also  রোবট তৈরির উপাদান গুলো সম্পর্কে জানুন

আমাদের কথা

উপরোক্ত এগুলো ব্যাতীরেখে ও রোবটের রয়েছে আরও অনেক কাজ। রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে জড়িত। কিছু রোবট মানুষের মত সাধারণ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। গাড়ির কারখানায় কিছু সাধারণ কাজ, যেগুলো মানুষকে বার বার করতে হয়, সেখানে রোবট এর ব্যাপক ব্যবহার রয়েছে।

তাছাড়া মানুষের যেখানে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেখানে রোবট অত্যন্ত নিখুঁতভাবে ও সফলভাবে কাজ করতে সক্ষম।

See also  রোবটিক্স এর গুরুত্ব ব্যাখ্যা করো

আমাদের বাংলাদেশ আবিষ্কৃত একটি রোবট এর নাম ছিল “ChandroBot 2” যেটি সারা বিশ্বে ১২তম অবস্থান লাভ করে এবং এশিয়ার মধ্যে যার অবস্থান ছিল প্রথম। আশা করি আমাদের রোবটিক্স মডেল হয়তো বা ভবিষ্যতে মঙ্গল গ্রহ পাঠানোর জন্য মনোনীত করা হবে।

আশাকরি ইতিমধ্যে আপনি রোবটিক্স এর ব্যবহার গুলো কি কি এ সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছেন। ধন্যবাদ আমাদের ব্লগে আপনার সময় দেওয়ার জন্য।

See also  রোবট ও রোবটিক্স এর মধ্যে পার্থক্য
See also  সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২৪ দৈনিক ৫০০ ভাতা
See also  রোবটিক্স কি? রোবটিক্স এর বৈশিষ্ট্য, ধারণা ও প্রকারভেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *