বন্ধুর জন্মদিন মানেই যেন আনন্দ আর দিন শেষে একটা ট্রিট পাওয়া আমার অধিকার। সো সেই বন্ধুকে একটু আঞ্চলিক ভাষায় যদি জন্মদিনের উইশ টা করা যায় তাহলে কেমন হয় বলেন তো! ওকে, তাহলে চলুন দেখে নিই চট্টগ্রামের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো।
জন্মদিনের শুভেচ্ছা লইয় বন্ধু।
তোঁয়ারে জীবনত পাইয়েরে আঁই ধইন্য।
তোঁয়ার লাই জান কুরবান গইল্লেও তোঁয়ার জন্মদিনর উপহার দিয়া পূরন নইব। অতল্লাই উপহার নদিয়ম। শুধু ভালবাসা লইয়। শুভ জন্মদিন।
আজিয়া তোর জন্মদিনত আঁর মনর হথা তোরে বুঝাইত নপাইজ্জম। কিন্তু ইয়ান হইত পারিয়ম দে,তুত্তুন বরো আপন আর এই দুনিয়াত আঁর হন বন্ধু নাই।তোর উন্নতি অউক আল্লাহর হাঁছে শুধু ইয়ান চাই। শুভ জন্মদিন
ভাইরে আজিয়া নাকি তোঁয়ার জন্মদিন। অতল্লাই তো আকাশত বাতাসত এত খুশি। ইয়ান বুঝিলাম এতক্ষন বাদে।তো জন্মদিনর ট্রট ত দিয়েরে আঁরারে খুশি গরিবা। আল্লাহ তোঁয়ার ভালা গরুক। “শুভ জন্মদিন “
চট্টগ্রামের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা আপনার কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি কোন অঞ্চলে বাস করেন তাও জানিয়ে দিবেন। আরো পড়ুন।
আজিয়া তোর জন্মদিনে প্রিয় রেস্টুরেন্টত পার্টি দিয়ম। কিন্তু বিল তুই দিবিদে। কারণ তুই ভালা মানুষ। আঁরা জানি তুই বিলর টিঁয়া দিত নদিবি। তাই তাড়াতাড়ি আয়যই।”জন্মদিনের শুভেচ্ছা “
আজিয়া জন্ম লই তুই আঁরারে ধইন্ন গরি দিলি। তুই ন থাকিলে আজিয়ার ভালামিক্কা ট্রিটর দাবি আর হার হাঁছে রাইখতাম। অতল্লাই আরও বেশিদিন ভালাগরি বাঁচি থাক,যাতে আঁরা ভালা ভালা ট্রিট পাই। “শুভ জন্মদিন দোস্ত “
তোর জন্মদিন বলি আজিয়ার দিন্নান এত সুন্দর। তোর উজ্জ্বল ভবিষ্যত হামনা গরি, যাতে আরও বউতদিন আঁরার মাঝে হাসিখুশি লই ভালা থাকছ। শুভ জন্মদিন, ভালাবাসা লইস।
বছর ঘুরিয়েরে সেই শুভদিন আবার চলি আইসসে বন্ধু। জন্মদিনর প্রানভরা শুভেচ্ছা লইছ। আর আযিন্না বেলায় করিমর দোয়ানত ট্রিট দিত দৌঁড়ি আয়যই। শুভ পইদা দিবস।
শুভ জন্মদিন বন্ধু। আজিয়ার দিনর লাই সারাবছর অপেক্ষা গজ্জিলাম। মেনু রেডি আছে, তুই আয়জই সোজা। তুই যে দুনিয়াত আয় বিয়াজ্ঞুনদেরে ধইন্ন গইজ্জছ ইয়ান পার্টি দি প্রমাণ গরি দে।
চট্টগ্রামের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা সম্পর্কিত উপরোক্ত স্ট্যাটাস আপনি কোনটি পছন্দ করলেন তা জানাতে ভুলবেন না। ভালো কাটুক আপনার দিনটি। এ ধরণের পোষ্টের নিয়মিত আপডেট পেতে ওয়েবসাইটটিকে ফলো করুন।