আজ যদি হয় আপনার চাচ্চুর/ কাকুর জন্মদিন তবে আপনার জন্য এখানে প্রস্তুত করা আছে দারুন সব চাচার/ কাকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বার্তা, স্ট্যাটাস, ম্যাসেজ ও উক্তি ইত্যাদি। জটপট আপনার পছন্দের স্টাটাস টি বাচাই করে আপনার চাচাকে উইশ করে ফেলুন।
চাচার/ কাকার জন্মদিনের স্ট্যাটাস
শ্রদ্ধেয় কাকা জন্মদিনের এই বিশেষ দিনে জানায় তোমায় অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। জীবনের বাকি পথটুকুর জন্য জানায় অসংখ্য শুভকামনা। যেমনে আগলে রেখেছো আমাদের থেকো এমনই সবসময়।তোমার প্রতি শ্রদ্ধা মোদের কমবে না কখনোই। শুভ জন্মদিন!
শুভ জন্মদিন চাচ্চু! আজ সেই বিশেষ দিন।আমার চাচ্চুর জন্মদিন। ভোরের আলোর মতো আলোয় আলোকিত থাকুক জীবন তোমার সবসময়ই। যেমন আমাদের পথ দেখাও তুমি কাটিয়ে সব সংশয়।
প্রিয় কাকু তুমি আমাদের শ্রদ্ধায় ভরা সুখদুঃখের পথের দিশারী। বাবা মার পরে আলো দেখানো সেই পথপ্রদর্শক। আজ সেই বিশেষ দিন যেদিন তুমি এসেছিলে ধরায়, জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা এই ছোট্ট ছোট্ট কথায় তোমায়। শুভ জন্মদিন!
চাচির/ কাকির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
প্রিয় চাচী জন্মদিনের বিশেষ ক্ষণে জানায় তোমায় আগামীর শুভকামনা। মাতো প্রাণোচ্ছলতায় থেকো সুখে। জীবন তোমার ভরে উঠুক হাজারো রাঙা প্রভাতে।স্নেহের মায়ায় জড়িয়ে রেখেছো তুমি সবসময়। সৃষ্টিকর্তার রহমতে হোক তোমার জীবন অশেষ সুখময়।
শুভ জন্মদিন! চাচী তুমি পরিবারের এক চিলতে হাসির অনন্য ফুলক। প্রতিটি ক্ষণে আগলে রেখে পরিবার হও তুমি সার্থক। এমনই এক মায়ায় মোড়া মমতাময়ীকে জানাই অসংখ্য শুভেচ্ছা। প্রত্যাশা রইলো প্রজ্জ্বলিত থাকুক তোমার জীবনধারা।
শ্রদ্ধেয় চাচী তোমায় জানায় জন্মদিনে অসংখ্য শুভকামনা। পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ যে মেটায় হাজারো বাসনা। সৃষ্টিকর্তার আদলে জানায় প্রার্থনা, রাখুক তোমায় প্রাণোচ্ছলতায় দূর করে যত দ্যোতনা। শুভ জন্মদিন!
মামার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
প্রিয় মামা জানায় তোমায় বিশেষ দিনের বিশেষ শুভেচ্ছা। জন্মতিথির লগ্নে পূর্ণ হোক সব ইচ্ছা। রেখেছো সবসময় আদরের সান্নিধ্যে মিটিয়েছো যতো বায়না। ভালো থেকো প্রতিটি ক্ষণে জানায় সুখপাখিদের অভ্যর্থনা। শুভ জন্মদিন!
শ্রদ্ধেয় মামা আমার সবার প্রিয়মুখ।জানায় তোমায় জন্মদিনের শুভেচ্ছা অপ্রতুল। আগলে রেখেছো সবসময় অবুঝ আমাদের। দেখিয়েছো সৎপন্থা জীবন গড়তে মোদের।প্রত্যাশা জানায় বাকিপথটুকু থাকবে সুখের উল্লাসে। “
শুভ জন্মদিন প্রিয় মামা, থাকো তুমি প্রাণোদনায় খুশিতে আজীবন। আবদার সব পূরণ করেছো ভুলাতে অবুঝ মন।আজ তোমার ত্রিভুবনে আগমনের সেই দিন।জানায় প্রত্যাশা থাকো তুমি চির অমলিন।
মামির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
শুভ জন্মদিন! মামী তুমি আমাদের প্রিয় সেই মুখ যার কারণে সারা নানুবাড়ি বিচরণ করে সুখ। জানায় তোমায় বিশেষ দিনে বিশেষ শুভেচ্ছা। আগলে রেখো আজীবন মোদের তোমার স্নেহের ছোঁয়ায়।বাঁচো আহ্লাদে প্রতিটি ক্ষণে রইলো সেই প্রত্যাশায়।
প্রিয় মামী জানায় তোমায় জন্মদিনে অসংখ্য শুভকামনা।পূর্ণ হোক জীবনে তোমার সকল বাসনা।শত শত আবদারেও স্নেহে রাখো মাতোয়ারা।আশা রাখি থাকবে আজীবন সুখে আর পাবে খুশির ফোয়ারা। শুভ জন্মদিন!
শুভ জন্মদিন মামী! তুমি আমাদের হাজারো শখের পূর্ণকত্রী এক ছায়া। মামারবাড়ির আহ্লাদে মাতিয়ে মিশিয়ে দাও মায়া।জানায় তোমায় জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা। জীবনের বাকিপথে থাকো প্রফুল্লে এই প্রত্যাশা।
চাচী/ কাকির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
প্রিয় চাচী জন্মদিনের বিশেষ ক্ষণে জানায় তোমায় আগামীর শুভকামনা। মাতো প্রাণোচ্ছলতায় থেকো সুখে। জীবন তোমার ভরে উঠুক হাজারো রাঙা প্রভাতে। স্নেহের মায়ায় জড়িয়ে রেখেছো তুমি সবসময়।সৃষ্টিকর্তার রহমতে হোক তোমার জীবন অশেষ সুখময়।
শুভ জন্মদিন! চাচী তুমি পরিবারের এক চিলতে হাসির অনন্য ফুলক।প্রতিটি ক্ষণে আগলে রেখে পরিবার হও তুমি সার্থক।এমনই এক মায়ায় মোড়া মমতাময়ীকে জানাই অসংখ্য শুভেচ্ছা। প্রত্যাশা রইলো প্রজ্জ্বলিত থাকুক তোমার জীবনধারা।”
শ্রদ্ধেয় চাচী তোমায় জানায় জন্মদিনে অসংখ্য শুভকামনা। পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ যে মেটায় হাজারো বাসনা। সৃষ্টিকর্তার আদলে জানায় প্রার্থনা, রাখুক তোমায় প্রাণোচ্ছলতায় দূর করে যত দ্যোতনা। শুভ জন্মদিন!
ধন্যবাদ আপনার মূল্যবাণ সময় দিয়ে আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করার জন্য। তবে এখনই কাকার/ চাচার জন্মদিনের শুভেচ্ছা স্বরুপ একটি মানসম্মত স্ট্যাটাস, ম্যাসেজ পৌঁছে দিন আপনার আঙ্কেল অথবা চাচ্চু এর জন্য।