এমন কেউ কি আছে যাকে খুব স্মরণ করছেন! তবে আপনার জন্যই গভীর প্রেমের কবিতা, নতুন প্রেমের কবিতা নিয়ে হাজির আমি। প্রথম প্রেমের কবিতা। শ্রেষ্ঠ প্রেমের কবিতা। আধুনিক প্রেমের কবিতা। ভালোবাসার ছোট কবিতা। পৃথিবীর সেরা প্রেমের কবিতা। মেয়েদের মন ভালো করার কবিতা। ভালো লাগার উক্তি।
গভীর প্রেমের কবিতা
আমি সেই মানুষটাই খুঁজেছি
যে মানুষটা আমাকে নীরব অভিমানি আলাপনে আগলে রাখবে
চোখের দুষ্ট-মিষ্টি শাসনে যত্নে রাখবে।
অথচ এই ভালোবাসা ময় পৃথিবীতে
কোটি মানুষের ভীড়ে শুধু মনের মানুষটারি বড্ড অভাব।
তবুও ওই না ছোঁয়া অবয়বেই হারানো আমার স্বভাব।
নতুন প্রেমের কবিতা
আমি সহস্র বছর
থাকবো নিদ্রাহীন ধ্যানেমগ্ন তোমারি অপেক্ষায় শুধু
তোমার চোখে প্রেমের স্বপ্ন বুঁনার ব্যাকুল নেশায়।
প্রথম প্রেমের কবিতা
তুমি কি তবে সেই আমার অপূর্ণ অবয়ব,
যার অস্তিত্বের পরশ ভুলায় আমায় সব।
তুমি কি সেই সন্ধ্যাতারায় দেখা ওই ছটফটে সেই আলো!
যার অভ্যর্থনায় ষড়ঋতুরা সাজায় জমকালো।
শ্রেষ্ঠ প্রেমের কবিতা
হারিয়ে যেতে বহুদূর নেই কোনো বাঁধা
সীমাহীন অন্তরঙে রঙধনুর সুপ্ত আভা।
তারই হাতছানিতে মশাল বুনে ভালোবাসার রঙেরা,
ধূসর আলোয় লেপ্টে ধরে আমায় তার মায়াবী সঙেরা।
আধুনিক প্রেমের কবিতা
এই অজানায় চলোনা আজ হারায়
তোমারো বিরহে স্বপ্ন স্বর্গ সাজায়,
তবে কেনো যাতনা রবে আজো বুকে,
মাতবো দুজনে অনিন্দ্য সৃষ্টিসুখে!
ভালোবাসার ছোট কবিতা
উদাস যত ক্ষণে
তুমি রবে মনে
খেয়ালে বেখেয়ালে
রঙতুলিরই রণে।
ওহে ডাকো তবে একবার অনিন্দ্যতায় জড়িয়ে,
ছুটবো তবে দিগন্ত পানে তোমার পৃথিবী রাঙিয়ে।
পৃথিবীর সেরা প্রেমের কবিতা
এজীবনে রই হাজারো মনের রিক্ততার কন্ঠ,
ভেবোনাগো যতো অন্যমণাদের সঙ্গে অব্যক্ততার দ্বন্দ্ব!
অশ্রুপাতের ঝর্ণাতে মিশিয়ে নাও আমায়,
যেথায় রাঙা ভোরের প্রভাতে গান শোনাবো তোমায়।
মেয়েদের মন ভালো করার কবিতা
তুমি সুরেরো মোহনায় ভাসো ত্রিনয়নে জানো কী তা অনিমেষ?
আমি তোমারো স্পর্শের স্নিগ্ধতা বিভোরে বাদ্যে বুনি কল্প
খুঁজে তোমায় শ্রান্ত দেহাবশেষ!
ভালো লাগার উক্তি
আজি এ আকাশের নিচে গড়বো চলো এক কাব্য।
তুমি আমি আমরা মিলে খুঁজবো গন্তব্য।
দিশেহারা ওই মনোমালিন্যেরা নিবে তবে বিদায়।
তুমি আমার ঠুংকো জীবনে এক অনিবার্য অভিপ্রায়।
উপরোক্ত এতসব গভীর প্রেমের কবিতা, নতুন প্রেমের কবিতা থেকে আপনার পছন্দের উক্তিখানা পেয়েছেন? তবে কোনটি আপনার খুব পছন্দ হয়েছে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। তবে আরও লিখবো।