আপনি যদি অনুসন্ধান করে থাকেন স্কাউট এর মূলনীতি কয়টি ও কি কি এ সম্পর্কে তবে সঠিক জায়গায় এসেছেন। স্কাউট সম্পর্কে থাকছে নানা জানা অজানা তথ্য এই পোষ্টে।
স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংগঠন। এর উদ্দেশ্য হল যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলা যাতে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 1908 সালে, লর্ড ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলন শুরু করেন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। বর্তমানে, 100 মিলিয়ন স্কাউট এবং গাইড বিশ্বের বিভিন্ন স্কাউটিং সমিতির প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ স্কাউটস বাংলাদেশের জাতীয় স্কাউট সংগঠন। 2015 সালের হিসাবে বাংলাদেশে মোট স্কাউটের সংখ্যা 1,474,480। আশাকরি এখন আপনি স্কাউটিং কি তা বুঝতে পেরেছেন এবার জানবেন কেন করা হয় ।
স্কাউটের ৭টি আইন রয়েছে, এগুলো হল-
- স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
- স্কাউট সবার বন্ধু
- স্কাউট বিনয়ী ও অনুগত
- স্কাউট জীবের প্রতি সদয়
- স্কাউট সদা প্রফুল্ল
- স্কাউট মিতব্যয়ী
- স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।
স্কাউটের ৩টি মূলনীতি, এগুলো হল-
- সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য
- নিজের প্রতি কর্তব্য এবং
- অপরের প্রতি কর্তব্য।
আশাকরি উক্ত পোষ্ট পড়ে বর্তমানে আপনি স্কাউট এর মূলনীতি কয়টি ও কি কি এ সম্পর্কে ধারণা রাখেন। আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।