আপনি যদি অনুসন্ধান করে থাকেন বীমা বলতে কি বোঝায় এবং বীমার গুরত্ব (what is insurance and importance) সম্পর্কে জানতে তবে সঠিক জায়গায় এসেছেন।
বীমা বলতে কি বোঝায়
মানবজীবন ও সম্পদের ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা। ব্যক্তিগত বিমা ছাড়া বাকি সব বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলে। মানুষের ব্যক্তিগত ও সম্পদে ঝুঁকি রয়েছে। এই ঝুঁকির হাত থেকে আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে ব্যবস্থা গৃহীত হয় তাকে বিমা বলে।
বীমার গুরুত্ব
নিম্নে বীমার গুরুত্ব হিসেবে ব্যবসাতে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে কি প্রভাব রয়েছে তা আলোচনা করা হল-
বিমা ব্যবসায়ের মূলনীতি
- বিমাযোগ্য স্বার্থের নীতি,
- সদ্বিশাসের নীতি,
- আর্থিক ক্ষতিপূরণের নীতি,
- প্রত্যক্ষ কারণের নীতি,
- বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি।
ব্যক্তি জীবনে বীমার গুরুত্ব
- আর্থিক নিরাপত্তা বিধান,
- সঞ্চয় সৃষ্টি,
- বিনিয়োগের সুযোগ লাভ,
- বৃদ্ধ বয়সে অবলম্বন,
- মানসিক প্রশান্তি সৃষ্টি।
ব্যবসা সম্প্রসারণে বীমার গুরুত্ব
- ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস,
- বিনিয়োগে উৎসাহ সৃষ্টি,
- বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন,
- কর্মীদের প্রণোদনা সৃষ্টি।
অর্থনৈতিক ক্ষেত্রে বীমার গুরুত্ব
- সঞ্চয় বৃদ্ধি,
- মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি,
- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,
- সরকারের রাজস্ব বৃদ্ধি,
- অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি।
সামাজিক ক্ষেত্রে বিমার গুরুত্ব
- সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা,
- নাগরিক সচেতনতা বৃদ্ধি,
- বেকার সমস্যা সমাধান।
ধন্যবাদ আপনার মূল্যবাণ সময়ের জন্য আশাকরছি বর্তমানে আপনি বীমা বলতে কি বোঝায় এবং বীমার গুরত্ব (what is insurance and importance) সম্পর্কে সঠিক ধারণা রাখেন এই পোষ্ট পড়ে।