বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি সাবজেক্ট হলো বায়োকেমিস্ট্রি এন্ড মালিকুলার। সাধারণত বায়োকেমিস্ট্রি হল প্রাণ রসায়ন বিজ্ঞান। বায়োকেমিস্ট্রি মূলত জীববিজ্ঞান ও রসায়নের মধ্যে সেতুবন্ধন। নতুন যারা বায়োকেমিস্ট্রি পড়তে চায়, তাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হলো বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ক্যারিয়ার ও বেতন (Biochemistry and Molecular Biology Careers and Salary) সম্পর্কে। পোষ্টটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইলো।
বায়োকেমিস্ট্রি এন্ড মানিকুলার বায়োলজি ক্যারিয়ার কেমন হবে। বায়োকেমিস্ট্রি বিষয়ে পড়াশোনা করলে কর্মজীবনে বেতন কত পাওয়া যাবে। এছাড়াও ভবিষ্যতে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি সাবজেক্টের ক্যারিয়ার কি রকম ইত্যাদি। এরকম বিভিন্ন রকমের প্রশ্ন একজন শিক্ষার্থীর থাকে। তাই এসব শিক্ষার্থীর কথা চিন্তা করে আজকে আপনাদের সামনে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ক্যারিয়ার ও বেতন সম্পর্কে আলোচনা করব।
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ক্যারিয়ার
biochemistry and molecular biology subject review
সাধারণত একজন শিক্ষার্থী এইচএসসি পাস করার পর বায়োকেমিস্ট্রি বিষয়ে পড়াশোনা করতে পারবে। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি সাবজেক্টে পড়াশোনা করে। সহজ ভাষায় বলতে গেলে বায়োকেমিস্ট্রি বিষয় থেকে আপনি যদি স্নাতক পাস করতে পারেন তাহলে খুবই ভালো একটি চাকরি পাবেন।
বায়োকেমিস্ট্রি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদন করতে পারবে। এছাড়াও নিয়োগ লাভ করার পর প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। বায়োকেমিস্ট্রি বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হতে পারবে। বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীরা বিসিএস দিয়ে পররাষ্ট্র কডারে যোগদান করতে পারবে। এছাড়াও বিসিএস হতে বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীরা সাধারন শিক্ষা কডার হওয়ায় শিক্ষা কাডারেও যোগদান করতে পারে। তাছাড়া স্নাতকোত্তর হিসেবে বিভিন্ন মন্ত্রনালয়ের চাকরি ও পিএসসির চাকরি লাভেও সুযোগ রয়েছে।
এছাড়াও বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীরা বিসিএসআইআর,আইসিডিডিআরবি,বাংলাদেশ পরমানু শক্তি কমিশন,ন্যাশনাল ইন্সটিটিউট অব,বায়োটেকনোলজি,বাংলাদেশ চা বোর্ড,বারডেম,বিসিআইসি,বিএসএমএমইউ,বাংলাদেশ ডায়াবেটিক আসোসিয়েশন,বাংলাদেশ,পুলিশের ফরেনসিক বিভাগে যোগদান করতে পারবে।
এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন সরকারি চাকরি সবার পক্ষে করা সম্ভব হয় না। অথবা সরকারি চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তাহলে বেসরকারি খাতে কি বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীরা চাকরি পাবে?
অবশ্যই বেসরকারি প্রায় সকল খাতে বায়োকেমিস্ট্রি ডিগ্রিধারীদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি, কসমেটিক্স কোম্পানি, ফরেন্সিক সেক্টর, ডায়াগনস্টিক সেন্টার,ডিটেকটিভ ব্রাঞ্চে বায়োকেমিস্ট্রি হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও বায়োইনফরমেটিক্স সেক্টরে বায়োকেমিস্ট্রি শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা রয়েছে।
তাহলে আপনি যদি বায়োকেমিস্ট্রি বিষয়ে পড়াশোনা করতে চান। তাহলে অবশ্যই আপনি এ বিষয়ে পড়াশোনা করতে পারেন। আপনি যদি এই বিষয়ে ভালো সিজিপিএ অর্জন করতে পারেন। তাহলে সরকারি চাকরির সাথে সাথে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন। তবে এজন্য অবশ্যই আপনার সিজিপিএ ভালো থাকতে হবে। অর্থাৎ আপনাকে ভালভাবে বায়োকেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে।
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ক্যারিয়ার ও বেতন
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ক্যারিয়ার কেমন এটা জানার পর, এই বিষয়ে চাকরি করলে কত টাকা বেতন পাওয়া যাবে এটা আপনার জানা দরকার। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান ভেদে আপনার বেতন নির্ধারণ করা হবে।
বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে একজন ফ্রেশার হিসাবে কাজ করলে বেতন ২৫০০০ – ৮০০০০ টাকা হয়ে থাকে। এছাড়াও যারা isddrb বা আইইডিসিআর এর মতো গবেষণা প্রতিষ্ঠানে যদি কাজ করেন, তাহলে বেতন সাধারণত ২৫ থেকে ৮০ হাজার টাকার মতো হয়ে থাকে।
তাই আপনাকে কেউ কখনো নির্ধারিত বেতন বলতে পারবে না। প্রতিষ্ঠান ভেদে আপনার বেতন নির্ভর করবে। এছাড়াও আপনি যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত হয়ে যান তাহলে বেতন তুলনামূলকভাবে অনেক বেশি হবে। আবার যদি বেসরকারি কোন প্রতিষ্ঠানে যুক্ত থাকেন তাহলে বেতন তুলনামূলকভাবে কম হবে। এছাড়াও যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের বেতন ভবিষ্যতে বৃদ্ধির পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রিয় পাঠক ধন্যবাদ জানাই আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ক্যারিয়ার ও বেতন (biochemistry and molecular biology subject review ) সম্পর্কে আপনি আমাদের সাইটে বিষদভাবে জানতে সক্ষম হয়েছেন। যদি এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আজকের আর্টিকেল সম্পর্কিত কিছু ট্যাগস:
- বায়োকেমিস্ট্রি সাবজেক্ট রিভিউ
- বায়োকেমিস্ট্রি বেতন
- কেমিস্ট দের বেতন
- বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি
- biochemistry and molecular biology subject review