পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর যারা অন্তত ক্ষণিকের প্রয়োজনে হলেও প্রেমে পড়েনি। আপনি যদি সৃষ্টির একটি জীব মাত্র ও হয়ে থাকেন তবে প্রেম আপনার সাথে নিবিড়ভাবে রঞ্জিত। । প্রেমে পড়লে ওই প্রেম বিহনে আকুল মন তার ভালোবাসার মানুষটির কাছে একটি চিঠি লিখতে প্রত্যাশা করতে পারেন। তখন প্রেমের টানে যেন খাতা আর কলমের সংস্পর্শে আসতে চায় মন। এমন অনেকেই আছেন তার ভালোবাসার মানুষের কাছে চিঠি লিখার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকেন। চলুন তবে প্রিয় মানুষের কাছে চিঠি লিখা নিয়ে আজকের আর্টিকেল শুরু করা যাক।
ভালোবাসার মানুষের কাছে চিঠি
প্রিয়,
প্রথমে আমার সালাম নাও। আসসালামু আলাইকুম, আশা করিক আল্লাহর রহমতে খুব ভালো আছো। শুরুতেই আমার হৃদয়ের কঅন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা। জানিনা ককিভাবে চিঠি লিখতে হয়। তবুও আজকে ককিছু মনের কথা হৃদয়ের কজমে থাকা ব্যথা প্রকাশ করব। প্রথম কযেদিন তোমাকে দেখেছিলাম। সেদিন কপ্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে কগিয়েছিলাম। সত্যিই তোমাকে অনেক ভালবেসে ফেলেছি কআর এই ভালোবাসা নিয়ে জীবনের শেষ কনিশ্বাস পর্যন্ত বাঁচতে চাই। জানি তুমি কআমার কথাগুলো বিশ্বাস করবে না। কিন্তু আমি বলবো দিনের সূর্য যেমন সত্যি রাতের কতারা যেমন সত্যি আমার কথাগুলো কসেরকম সত্যি। তুমি বিশ্বাস করো কআর নাই করো। আমি জানি তুমি কআমাকে ভালোবাসো না। যদি এতোটুকু ভালবাসতে কতাহলে আজ আমাকে ছেড়ে তুমি অন্যের কঘরে যেতে পারতে না। তারপরও লিখে কপ্রকাশ করছি আমার মনের সকল কআবেগ এবং ভালোবাসার অশ্রু। মনে পরে কি, যেদিন তুমি আমাকে প্রথম কবলেছিলে ভালোবাসি। সেদিন ছিল আমার জীবনের সবচাইতে কসুন্দর দিন। এই কথাটি শোনার কপর আমার হৃদয়ে একটি প্রশান্তির বাতাস বয়ে কগিয়েছিল।তখন মনে হয়েছিল যে এই কভালবাসার হাত টি মৃত্যুর আগ পর্যন্ত কআর ছাড়বো না।
যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম কসেদিন এই হৃদয় তোমাকে আপন ককরে নিয়েছিলাম।তোমার প্রতি কআমার যে বিশ্বাস স্থাপন করেছিলাম সে বিশ্বাসটা কএখন পর্যন্ত আছে। তুমি আমার কাছে হাজারো কভুল করলে তা আমার কাছে ভুল নয়। আমি কভাববো সেটি তুমি না বুঝে ককরেছিলে। কারন আমি তোমাকে ভালোবাসি। যাকে ভালবাসবে কতার ভালো এবং খারাপ দিক দুটো মিলেই কভালবাসবে।তা না হলে সেটা কভালোবাসা নয় সেটা ক্ষণিকের চাহিদা। আমার কহৃদয়ের দরজা তোমার জন্য চিরজীবন খোলা কথাকবে। তুমি যদি কখন আসতে চাও তাহলে কআমি তোমাকে কখনো ফিরিয়ে দিব না। কারন কআমি তোমাকে ভালোবাসি। প্রেম ককরেছে লাইলি মজনু প্রেম করেছে কশিরি ফরহাদ প্রেম করেছে রাজা কবিখারী ওরা প্রেম করে হয়েছে কবৈরাগী। ভালোবাসা ধনী-গরিব কবোঝেনা ,ধর্ম বোঝেনা, শুধু দুটি হৃদয়ের কমিলনে ভালোবাসা হয়ে যায়। আমি কতোমাকে কোনদিন কঅভিশাপ দেব না। কারণ হয়তো কবা আমারই কোন ভুল ছিল। যার কারনে আজ কতুমি আমাকে ছেরে অন্য ককারো হাত ধরে চলে গেছো। এজন্য নিজের ভুল কবেভে নিজেকে শোধরানোর চেষ্টা ককরছি।
তোমাকে নিয়ে সর্বক্ষণ ভাবতেই ভালো লাগে। তোমার সেই কপুরনো ছবিগুলো এখনো আমার কাছে রয়ে গেছে। যখনি তোমার কথা খুব মনে পড়ে তখনই ছবিগুলো দেখি। আর অনুভব করি তুমি মনে হয় আমার পাশে বসে আছো। তোমার কি মনে পড়ে সেই নদীর ধারে তুমি আর আমি একাকী বসে ছিলাম। তোমার কোলে মাথা রেখে আমি শুয়ে ছিলাম আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে। তোমার কি মনে পড়ে সেই নৌকা ভ্রমণের কথা। তুমি আর আমি নৌকায় বসে ছিলাম।তুমি তোমার পা দুটো পানিতে ডুবে রেখেছিলে আর হাত দিয়ে আমাকে পানি দিচ্ছিলে। কত সুন্দর ছিল সেই রঙিন মুহূর্তগুলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমি বড় একা। আজ আমার পাশে কেউ নেই। হৃদয়ের এই বুক ভরা কান্না দেখার মত কেউ নেই। কেউ ফোন করে বলবে না তুমি খেয়েছ কিনা। কি করতেছো তুমি বলার মানুষটি হারিয়ে গেছে। আজ বড় একা।
তোমাকে ছাড়া কিছুই আমি ভাবতে পারিনা। সারাদিন শুধু তোমার কথাই মনে পড়ে। শুতে গেলে তোমার কথা মনে পড়ে, ঘুম থেকে উঠার পর তোমার কথা মনে পড়ে। খাইতে গেলে তোমার কথা মনে পড়ে। তোমার সেই মিষ্টি হাসি তোমার সেই চাহনি আজও আমি বুলতে পারিনা। কেন তুমি এমন করলে। আর কিছুটা দিন কি অপেক্ষা করা যেত না। মনের আবেগে অনেক কথাই বলে ফেলেছি। এর মধ্যে যদি কোন প্রকার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। বিদায় বেলায় একটি কথাই বলতে চাই ভালো থেকো সুখে থাকো, তোমার সুখী জীবন কামনা করি। আজকে এখানকার মতো সমাপ্তি।
ইতি
তোমার ভালোবাসার কাঙ্গাল
শেষ কথা: প্রিয় পাঠক আশাকরি আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় ভালোবাসার মানুষের কাছে চিঠি, প্রিয় মানুষের কাছে চিঠি নিয়ে আপনি এই ব্লগে জানতে সক্ষম হয়েছেন। এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন।