বর্তমান সময়ে জনপ্রিয় একটি নাম হলো আশিক। গ্রাম কিংবা শহরের সব জায়গায় আশিক নাম খুবই বেশি পরিচিত। আপনার সন্তানের নাম আশিক রাখার আগে অবশ্যই আশিক নামের অর্থ ও তাৎপর্য জানা দরকার। কারণ ইসলাম সবসময় আপনাকে ইসলামিক ও অর্থবোধক নাম রাখতে বলেছে। ঠিক তেমনি একটি সুন্দর ও ইসলামিক নাম হলো আশিক। আপনিও নিশ্চয়ই আপনার সন্তানের নাম আশিক রাখতে চাচ্ছেন। আশিক নাম রাখার আগে অবশ্যই আপনাকে আশিক নামের অর্থ কি ও আশিক নামের ছেলেরা কেমন হয় (How are boys named Ashiq) তা জানা দরকার। আজকের আর্টিকেল আমরা আশিক নাম সম্পর্কে এ টু জেট ধারণা দেওয়ার চেষ্টা করবো। তাই আজকের আর্টিকেল এড়িয়ে না গিয়ে মনোযোগ সহকারে পড়বেন।
আশিক নামের অর্থ কি
প্রকৃতপক্ষে আশিক নামের অর্থ হচ্ছে আল্লাহর রহমতের প্রেমিক, দেওয়ানা, প্রেমিক।
আশিক নামের ছেলেরা কেমন হয়
আপনি যে নবজাতক শিশুর নাম আশিক রাখতে চাচ্ছেন, সে কিন্তু সারা জীবন ছোট থাকবে না। অর্থাৎ আপনার পুত্র সন্তান ধীরে ধীরে কৈশোর ও তরুণ বয়স পেরিয়ে যৌবন বয়সে পদার্পণ করবে। এই কয়েকটি জীবনের স্তরে আশিক নামের ছেলেরা কেমন হয় তা আমাদের জানার সবার আগ্রহ।
আশিক নামটি খুব সুন্দর এবং ভালো। বাংলাদেশে অনেক ছেলেদের নাম আশিক রাখা হয়েছে। এবং আশিক নামের মতোই আশিক নামের অর্থও খুব সুন্দর। আশিক নামের অর্থ হলো দেওয়ানা বা প্রেমিক। এছাড়াও আশিক নামের আরবি অর্থ আল্লাহতালার রহমতে প্রেমিক।
তাহলে অর্থের দিক থেকে আশিক নামের ছেলেরা আল্লাহর প্রেমে সবসময় মজগুল থাকে। এছাড়াও তারা আল্লাহর ভালোবাসার জন্য যে কোন কাজ করতে ইচ্ছা পোষণ করে। এই কারণে তারা আল্লাহতালার নৈকট্য লাভ করে সবসময়।
আবার আশিক নামের ছেলেরা সব সময় নম্র ভদ্র ও সৎ চরিত্র হয়ে থাকে। সমাজে যদি কোন অন্যায় অবিচার সৃষ্টি হয় তখন আশিক নামের ছেলেরা তা সমাধান করতে দ্রুত এগিয়ে আসে। এছাড়াও তারা সবসময় অন্যের সহযোগিতা করতে পছন্দ করে।
প্রকৃতপক্ষে আশিক নামের ছেলেরা কেমন হবে তা কেউ কখনো বলতে পারবে না। কারণ আমাদের দেশ সহ পৃথিবীতে প্রায় অসংখ্য যুবকের নাম আশিক। এই কারণে সকল আশিক নামের ব্যক্তির চরিত্র কিন্তু এক হবে না।
কিন্তু আমরা অর্থ গত দিক থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আশিক নামের ছেলেরা কেমন হতে পারে। তবে বেশিরভাগ আশিক নামের ছেলেরা প্রেমিক স্বভাবের হয়ে থাকে। বিশেষ করে তারা মহান আল্লাহতালার রহমতের প্রেমিক হয়ে যায়।
সাধারণত আমরা সবাই আশিক বলতে প্রেমিক পুরুষ বুঝে। ঠিক তেমনি ভাবে আশিক নামের ছেলেরা সব সময় প্রেমিক পুরুষ হয়ে থাকে। অর্থাৎ তারা প্রেম ভালবাসার ক্ষেত্রে সবার উপরে অবস্থান করে। তারা কিন্তু মেয়েদের প্রেমে পড়ে এটা কিন্তু নয়। তারা মহান আল্লাহতালার প্রেমে সবসময় নিজেকে উজাড় করে দেয়। এছাড়াও মহানবী (স) প্রেমে পাগল হয়ে তারা নবীজির দেশ ভ্রমণ করতে যায়।
আশিক নামের ইসলামিক অর্থ কি
আশিক নামের ইসলামিক অর্থ হলো আল্লাহর রহমতের প্রেমিক। ইসলামের অর্থের দিক বিবেচনা করলে,আশিক খুবই সুন্দর একটি নাম। তাই অনেকের সব করে তার পুত্র সন্তানের নাম আশিক রাখে।
আশিক কোন লিঙ্গের নাম
সাধারণত ছেলে বাবুদের নাম আশিক রাখা হয়। অর্থাৎ আপনার পরিবারে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার নাম আশিক রাখা যাবে। তবে আমাদের সমাজে কিছু কন্যা সন্তানের নাম আশিক দেখা যায়। তবে প্রকৃতপক্ষে আশিক হলো ছেলে বাবুদের নাম।
আশিক শব্দ দিয়ে আরো কিছু সুন্দর নাম
বর্তমান সময়ে আশিক জনপ্রিয় একটি নাম। তবে আশিক নামের সাথে যদি আরো কিছু বিশেষণ যুক্ত করা যায়। তাহলে আশিক নামটা আরো অর্থবোধক ও চমৎকার হবে। তাই এখন আমরা আশিক শব্দ দিয়ে আরো কিছু সুন্দর নাম তৈরি করব। যে নামগুলো আপনার সন্তানের জন্য আরও সুন্দর হবে। আশিক নামের ছেলেরা কেমন হয় নামক এই আর্টিকেলে চলুন তবে এবার জেনে নেওয়া যাক এই নামের সাথে সম্পর্কিত বেশ কিছু নামের তালিকা-
- আশিকুর রহমান আশিক
- ইমতিয়াজ আহমেদ আশিক
- আশিক মাহমুদ শাকিল
- আশিক ইকবাল খান
- আয়াত বিনতে আশিক
- শাহ আলম আশিক
- আশিকুর রহমান
- সাজাত হোসাইন আশিক
- মোঃ আশিক বিল্লাহ
- আশিক হোসাইন
- আশিক আহমেদ
- আশিক আহমেদ বুলবুল
- মোঃ আশিক ইসলাম
- আরিফ হোসেন আশিক
- সম্রাট হাসান আশিক
আশিক নামের রাশি
আশিক নামের রাশি হলো মেষ রাশি।
আশিক নামের আরবি বানান
আশিক নামের আরবি বানান হল عاشق
আশিক নামের ইংরেজি বানান
আশিক নামের ইংরেজি বানান হলো Ashik
আশিকুর রহমান নামের অর্থ কি
আশিকুর রহমান নামের অর্থ হলো করুণাময়ের পাগল বা দিওয়ানা। অর্থাৎ আল্লাহ তায়ালার রহমতের পাগল ও দেওয়ান।
আশিক নামের বিখ্যাত ব্যক্তি
আমাদের জানা মতে আশিক নামের তেমন কোন বিখ্যাত ব্যক্তি আমাদের দেশে নেই। আপনার জানা মতে যদি আশিক নামের কোন বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তি থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশিক নামের আরবি অর্থ কি
মূলত আরবি ভাষা থেকে আশিক নাম উৎপত্তি হয়েছে। আশিক নামের আরবি অর্থ হলো আল্লাহর রহমতে প্রেমিক।
Ashik নামের অর্থ কি
Ashik নামের অর্থ হলো দেওয়ানা,প্রেমিক।
Ashik namer ortho ki
Ashik namer ortho হলো প্রেমিক,দেওয়ানা, আল্লাহর রহমতের প্রেমিক।
আশিক নামের বাংলা অর্থ কি
আশিক নামের বাংলা অর্থ হচ্ছে দেওয়ানা বা প্রেমিক, আল্লাহুর রহমতের প্রেমিক।
আশিক কি ইসলামিক নাম
জি অবশ্যই, আশিক একটি ইসলামিক নাম। মূলত আরবি ভাষা থেকে আশিক নামের উৎপত্তি হয়েছে। কোন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান জন্মগ্রহণ করলে তার নাম আশিক রাখা যাবে।
অবশেষে কিছু কথা
এই ছিল আজকে আশিক নামের অর্থ কি ও আশিক নামের ছেলেরা কেমন হয় তা নিয়ে আমাদের বিস্তারিত একটি টিউটোরিয়াল। আশা করি,আপনি ইতিমধ্যে আশিক নামের অর্থ ও তাৎপর্য জেনে গেছেন। ছেলে কিংবা মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর আপনাকে অবশ্যই ইসলামিক ও সুন্দর নাম রাখতে হবে।
তেমনি একটি সুন্দর ও ইসলামিক নাম হলো আশিক। আপনার পুত্র সন্তানের জন্য যদি আশিক নাম সিলেক্ট করে রাখেন। তাহলে অবশ্যই আশিক নাম রাখতে পারেন। ইসলামিক ও অর্থের দিক থেকে আসে খুব সুন্দর একটি নাম।
এছাড়াও আশিক নামের অর্থ ও আশিক নামের ছেলেরা কেমন হয় এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই একজন মাওলানার সাহায্য নিতে পারেন। আমাদের টিউটোরিয়ালে যদি কোন ভুল ভ্রান্তি দেখে থাকেন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো সন্তানের নামের অর্থ পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।