স্বাগতম ইসুজন এর নতুন ব্লগ পোষ্টে। আপনি যদি জানতে আগ্রহী হন নতুন দেশ কবিতার মূলভাব কি এ সম্পর্কে তবে জেনে নেন আপনি সঠিক জায়গায় এসেছেন।
নতুন দেশ কবিতার উৎস
নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের “সহজ পাঠ” গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতুহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্খার কথা প্রকাশিত হয়েছ।
আচ্ছা, ইতিমধ্যে উৎস জেনে নিয়েছেন এবার জানুন মূলভাব সম্পর্কে।
নতুন দেশ কবিতার মূলভাব
নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের “সহজ পাঠ” গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতুহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্খার কথা প্রকাশিত হয়েছ। ভাঁটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এ সব প্রশ্নের উত্তর জানতে কৌতুহল জাগবে যে কারোরই। হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যকুলতা শিশুরা তা আশপাশের সবার মধ্যেও দেখতে চায়।
আশাকরি উপরোক্ত আলোচনা থেকে নতুন দেশ কবিতার মূলভাব সম্পর্কে জেনেছেন। নিত্যনিয়মিত আরো সকল ব্লগ পড়তে ভিজিট করুন- ইসুজন বাংলা ব্লগ সাইট।