ওহে আপনি যদি অনুসন্ধান করে থাকেন বীমা প্রিমিয়াম কি বা কাকে বলে (What is insurance premium) তবে জেনে নেন আপনি সঠিক জায়গায় আছেন।
বীমা চুক্তিতে বীমাকারী বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণবা দাবী পরিশোধের প্রতিশ্রুতির প্রতিদানইহচ্ছে বীমা প্রিমিয়াম। জীবন বীমার ক্ষেত্রে বীমাগ্রহীতা বীমাকারী/ বীমা কোম্পানীকে প্রিমিয়াম প্রদানেরফলেই বীমাসংস্থা নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে বা মেয়াদ পূর্তির আগেই বীমাকৃত ব্যক্তির মৃত্যুহলে বীমাদাবী পরিশোধ করে থাকে। বিশেষজ্ঞগণের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিশ্লেষণে প্রিমিয়ামের সংজ্ঞা নিম্নরূপ:
বীমা প্রিমিয়াম কি
“বীমাচুক্তি বলে বীমাকারী বীমাগ্রহীতার নিজের বা অন্যের জীবন অথবা সম্পত্তির উপরে ভবিষ্যতে সম্ভাব্য কোন অনিশ্চয়তা বা বিপদজনিত আর্থিকক্ষতি লাঘব বা পূরণ করেদেয়া অথবা যথারীতি বীমা দাবিপরিশোধের প্রতিশ্রুতি প্রদানেরবিনিময়ে বীমা গ্রহীতার কাছথেকে নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট সময়পর পর একটি নির্দিষ্ট মেয়াদপর্যন্ত অথবা এককালীন অর্থ গ্রহণ করে, তাকেই বীমারকিস্তি বা প্রিমিয়াম বলা হয় ।”
জীবন বীমার ক্ষেত্রে সাধারণতঃ বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম সংগৃহীত হয়ে থাকে। তবে বীমা গ্রহীতার সুবিধার্থে ষান্মাসিক, ত্রৈমাসিক এমন কি মাসিক প্রিমিয়াম প্রদানের ব্যবস্থাও রয়েছে।
প্রিমিয়ামের হার কিভাবে নির্ধারণ করা হয়
বীমা আইন, ২০১০ অনুসারে বীমার প্রিমিয়াম নির্ধারণ করবেন অ্যাকচ্যুয়ারি। যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করেপ্রিমিয়াম নির্ধারণ করাহয় তাহলো: বীমা অংক, বীমার মেয়াদ, বীমা গ্রাহকের বয়স, অফিস খরচ, Mortality Table, কমিশনখরচ ইত্যাদি।
আশাকরি আপনি উক্ত পোষ্ট পড়ার মাধ্যমে বীমা প্রিমিয়াম কি অথবা কাকে বলে এ সম্পর্কে সঠিক ধারণা রাখেন। নিম্নোক্ত বীমা হ্যাশ ট্যাগে এ সংক্রান্ত আরও সকল পোষ্ট পাবেন আমাদের সাইটে।