জন্মদিন নিয়ে বিখ্যাত কবিদের কবিতা

প্রিয় পাঠক, ধন্যবাদ আপনার অনুসন্ধান এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আপনি অনুসন্ধান করেছেন জন্মদিন নিয়ে বিখ্যাত কবিদের কবিতা সম্পর্কে জানার জন।  জন্মদিন নিয়ে বিখ্যাত কবিদের কবিতা মানুষের জীবনের এই বিশেষ দিনকে গভীর অনুভূতিতে ভরিয়ে তোলে। বাংলার এবং বিশ্বের বিভিন্ন কবি জন্মদিন  নিয়ে অসাধারণ সব কবিতা লিখেছেন। নিচে কয়েকটি বিখ্যাত কবিতা বা কবিতাংশ উল্লেখ করা হলো:

কবিতা ০১:

আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।

কবিতা ০২:

আজকের আকাশে অনেক তারা,দিন ছিল সূর্যে ভরা।
আজকের জোসনাটা আরো সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য,ভরে থাকা ভাল লাগা।
মুখরিত হবে দিন গানে গানে,আগামীর সম্ভাবনা।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার…… !

কবিতা ০৩:

আঁধার ভেঙ্গে সূর্য হাঁসে
বিশ্বভুবন আলোয় ভাসে।
পাখ-পাখালি ধরল গান
নদীর বুকে ওই কলতান।
তরতরিয়ে চলল তরী
মহাসাগর দেবো পাড়ি।
তরু শাঁখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন!

প্রিয় পাঠক আপনি পড়ছেন জন্মদিন নিয়ে বিখ্যাত কবিদের কবিতা। পুরো আর্টিকেল পড়ে আমাদের জানাতে ভূলবেন না কোন কবিতাংশ আপনার পছন্দ হয়েছে। আমাদের এই সংগ্রহ ওয়েব রিসার্চ করে তৈরি। তাই কোন ভূল থাকলে তাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা অবশ্যই সংশোধন এর জন্য শ্রেষ্ঠা করবো।

কবি শামসুর রহমানের কবিতা  “তোমার জন্মদিনে”

মোরগের গর্বিত ঝুঁটি, স্বপ্নে-দেখা
রক্তিম ফুলের উন্মীলন, অন্ধকার ঠেলে
ঘোষণা করে, আজ তোমার জন্মদিন।
আমার হৃদয়ের রোদের ঝলক
পবিত্র, ভাস্বর আয়াতের ছন্দে জানায়,
আজ তোমার জন্মদিন।

রবীন্দ্রনাথ ঠাকুর – “জন্মদিন নিয়ে বিখ্যাত কবিদের কবিতা”

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহু রচনায় জন্মদিনের উপলক্ষ্য নিয়ে ভাবনা প্রকাশ করেছেন।
“জন্মদিনে” কবিতার একটি অংশ:

“জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে–
এ জীবন নিত্যই নূতন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন।”

জীবনানন্দ দাশের কবিতা থেকে

জীবনানন্দ দাশের কবিতায় জন্মদিনের সরাসরি উল্লেখ কম পাওয়া যায়। তবে, তাঁর কবিতার থিমগুলোর মধ্যে জীবনের অস্থায়িত্ব, স্মৃতি, সময়ের চক্র, এবং আত্ম-অন্বেষণের বিষয়গুলো গভীরভাবে উপস্থিত। এই বিষয়ের মধ্যে জন্ম বা জন্মদিন নিয়ে ভাবনার ছায়া খুঁজে পাওয়া যেতে পারে। যদিও তিনি সরাসরি জন্মদিন নিয়ে তেমন লেখেননি, তাঁর কবিতায় “জন্ম” ও “সময়” বারবার ফিরে আসে।

“আবার আসিব ফিরে” কবিতায় জন্ম এবং পুনর্জন্মের ভাবনার অংশ:

“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—
এই বাংলায়। হয়তো মানুষ নয়—
হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।”


কাজী নজরুল ইসলাম এর

কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় জীবনের প্রতি গভীর প্রেম ও উদযাপন ফুটিয়ে তুলেছেন। যদিও নির্দিষ্টভাবে জন্মদিন নিয়ে কবিতা কম, তাঁর “প্রণাম” কবিতার চরণে জীবনের মহত্ত্ব উদযাপন করা যায়:

“ওরে মৃত্যু, তোর সাথে যাব আমি!
এ জন্মদিনের লাজ নাই আমার।”


সুকান্ত ভট্টাচার্য – “জন্মদিন”

সুকান্ত ভট্টাচার্য একটি বিখ্যাত কবিতা লিখেছেন “জন্মদিন” নামে। এই কবিতায় তিনি জন্মদিনকে জীবনের যন্ত্রণা, সংগ্রাম এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতার রূপে তুলে ধরেছেন।

“এ জন্মদিন বরং ভালো যে আর এক বছর
মরার দিকে এগিয়ে গেলাম!”


উইলিয়াম ব্লেক – “Infant Joy”

উইলিয়াম ব্লেক তাঁর “Songs of Innocence” সিরিজে জন্ম এবং জীবনের আনন্দ উদযাপন করেছেন।
“Infant Joy”-এর চরণ:

“I am but two days old,
What shall I call thee?
I happy am,
Joy is my name.”

দাদাকে নিয়ে জন্মদিনের কবিতাংশ

শুভ শুভ দিন আজ
শ্রদ্ধেয় প্রিয় দাদার জন্মদিন

আজকের এই দিনে পিতা মাতার কোল
আলোকিত করে এই ধরণীতে
শুভ আগমন করেছেন প্রিয় দাদা।

আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান জন্মদিন নিয়ে বিখ্যাত কবিদের কবিতা নিয়ে আমাদের ওয়েবসাইটে পড়ে আপনার ভালো লেগেছে।  আমরা নিত্যনতুন আমাদের কন্টেন্ট এর আপডেট করি। তাই নিত্যনতুন ব্লগ ও মজার মজার সব কন্টেন্ট পেতে আমাদের ওয়েবসাইট এর ফেসবুক পেজ এ লাইক দিয়ে পাশে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *